গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রথম জয়
মেহেদি হাসান যখন ৭০ রানে আউট হয়ে ফিরলেন তখনো ম্যাচ জয় থেকে একশ’রও বেশি রান প্রয়োজন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ওভার বাকি ২০। উইকেট হাতে ৫টি। ডাগআউটে উদ্বেগের ছাপ স্পষ্ঠ। কিন্তু সব টেনশন দুর করে দিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান তৌহিদ তারেক। সঙ্গী হিসেবে নিলেন আবু হায়দার রনিকে। এই দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে অপরাজিত ৬৭ রান গাজী গ্রুপ ক্রিকেটার্সকে তাদের প্রথম জয় এনে দিলো।